'LoC থেকে LAC, ভারতের দিকে যে চোখ তুলে চেয়েছে, তারা কড়া জবাব পেয়েছে', সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে হুঙ্কার মোদীর


Odd বাংলা ডেস্ক: ৭৪তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার লাল কেল্লা থেকে ভারতের সীমান্তে কড়া পাহাড়ায় নিযুক্ত সৈন্যদের প্রশংসা করে বলেন, যে যারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সাহস করেছিল ভারতের সেনাবাহিনী তাঁদের উপযুক্ত জবাব দিয়েছেন। 

সমগ্র দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়। এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কী করতে পারি এবং আমাদের সৈন্যরা কী করতে পারে, তাতে লাদাখের ঘটনা দিয়ে বিশ্ব বুঝেছে।' মোদী আরও বলেন, 'এলওসি থেকে এলএসি পর্যন্ত, যে কেউ ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর সাহস করেছিল, তাদেরকে তাদের ভাষাতেই জবাব দেওয়া হয়েছিল।' এইভাবে নাম না করে সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে বেজিং-এর উদ্দেশে কড়া হুঙ্কার দেন নরেন্দ্র মোদী। 


ভারতের প্রতিবেশীদের সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রতিবেশী কেবল তাঁরাই নয় যারা ভারতের সঙ্গে সীমান্তভূমি ভাগ করে নেয়, প্রতিবেশী তাঁরাই, যাঁরা এদেশের আদর্শ এবং চিন্তাভাবনাকেও ভাগ করে নেয়।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন, 'জাতিসংঘ-এর নিরাপত্তা পরিষদে, ১৮৪টি দেশ  আমাদের দাবিকে সমর্থন করেছিল। এটি তখনই ঘটে যখন দেশটি শক্তিশালী এবং স্বাবলম্বী হয় এবং এটি আমাদের আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব প্রদর্শন করে। আমাদের বর্ধিত প্রতিবেশী নীতিও আমাদের সহায়তা করেছে, বিশেষত পশ্চিম এশিয়ার দেশগুলির সাথে আমাদের সম্পর্ক তার প্রমাণ।'
Blogger দ্বারা পরিচালিত.