'প্রত্যেক ভারতবাসীর জন্য স্বাস্থ্য আইডি', করোনা আবহে ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন চালু করলেন মোদী
Odd বাংলা ডেস্ক: আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন চালু করলেন। 'সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর' এই উদ্যোগ স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটাতে চলেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন প্রত্যেক ভারতবাসী একটি করে আইডি কার্ড পাবেন যাতে তাঁদের চিকিৎসা সম্পর্কিত অবস্থা সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকবে।
এদিন নমো বলেন, 'প্রত্যেক ভারতীয় একটি স্বাস্থ্য আইডি কার্ড পাবেন। আপনি যতবারই কোনও ডাক্তার বা কোনও ফার্মাসিতে যাবেন, এই স্বাস্থ্য কার্ডে সমস্ত কিছু লগ ইন করা থাকবে। চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট থেকে শুরু করে ওষুধ সম্পর্কিত যাবতীয় তথ্য, আপনার স্বাস্থ্য প্রোফাইলটিতে সবকিছুই পাওয়া যাবে।'
জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন, যা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন স্বাস্থ্য যোজনা-এর আওতাভুক্ত, যা দেশের স্বাস্থ্যসেবার দক্ষতা, কার্যকারিতা এবং স্বচ্ছতার উন্নতিসাধন করবে বলে আশা করা হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
এই প্রকল্পের অধীনে প্রত্যেক রোগীকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে যার উপর প্রেসক্রিপশন, ডায়াগনস্টিক রিপোর্ট এবং ডিসচার্জ সামারির মতো সমস্ত রিপোর্ট সংরক্ষণে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হবে। পাশাপাশি করোনাভাইরাস মহামারির মধ্যে যেখানে সারা দেশে আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়েছে, পাশাপাশি ৪৮ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন সেই পরিস্থিতিতে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার সরবরাহ করতে টেলি-মেডিসিন চালু করা হবে।





Post a Comment