সুশান্তের পরিবারের পাশে নির্ভয়ার মা, দেশের শীর্ষ আদালতের ওপর ভরসা রাখার কথা বললেন আশা দেবী


Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর ২ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। বর্তমানে সুশান্ত সিং রাজপুতের কেসটি জটিল থেকে জটিলত হয়ে উঠেছে। সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে কেন্দ্র করে আইনি জটিলতার মধ্যে দিয়ে প্রতিদিনই নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউডের তামাম সেলিব্রিটি। অনেকে আবার তাঁর মৃত্যুর রহস্য উন্মোচনে সিবিআই তদন্ত দাবি করেছেন। 

আর এবার সুশান্তের পরিবারের পাশে দাঁড়িলেন নির্ভয়ার মা আশা দেবী। তিনি জানান, সুশান্তের বোনকে ন্যায় বিচারের জন্য লড়াই করতে দেখে তিনি মনে মনে খুবই আহত। তিনি আরও বলেন যে, তাঁর পরিবারের উচিত বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস রাখা, কারণ ন্যায়বিচার অনিবার্য। তিনি যোগ করেন, 'আমি কেবল সুশান্তের পরিবারকে এটাই বলতে চাই যে, গোটা দেশ আপনাদের সঙ্গে আছে।' 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে আশাদেবী বলেন, 'আমি শ্বেতা সিং কীর্তিকে ভরসা যোগাতে চাই। সত্য একদিন প্রকাশ্যে আসবেই।' তিনি আরও যোগ করেছেন যে, সুপ্রিম কোর্ট তাদের পাশে থাকবে, বিহার পুলিশও তাদের সঙ্গে থাকবে এবং এই জাতির মানুষও তাদের সমর্থন করছেন। আরও বেশি সময় লাগলেও সুশান্তের পরিবার ন্যায়বিচার পাবেন। তবে তিনি বলেন, 'আমি কষ্ট পেয়েছি যেখানে মুম্বাই পুলিশের সুশান্তের পরিবারকে সমর্থন করা উচিত। সেখানে হচ্ছে ঠিক উল্টোটা।' পাশাপাশি তিনি সুশান্তের বাবার উদ্দেশে বলেন ধৈর্য ধরতে এবং দেশের শীর্ষ আদালতের ওপর বিচার রাখতে।'
Blogger দ্বারা পরিচালিত.