স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সম্মান দেওয়া হবে ২৬ জন করোনা যোদ্ধাকে
Odd বাংলা ডেস্ক: প্রত্যেক বছরের থেকে এই বছর নিঃসন্দেহে অনেকটাই আলাদা। করোনা আবহে আজ দেশজুড়ে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যবার রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত থাকেন প্রায় ১৫০০ বিশিষ্ট অতিথি। তবে এবার করোনা সংক্রমণের জেরে এই সংখ্যা কমিয়ে করা হয়েছে মাত্র ৯০।
অন্যান্যবার রাষ্ট্রপতি ভবনে আড়াই ঘন্টা দীর্ঘ অনুষ্ঠানের সময়সীমা কমিয়ে আনা হয়েছে মাত্র ১ ঘন্টায়। তবে এবার নিমন্ত্রিতদের তালিকায় থাকছেন ২৬ জন করোনা যোদ্ধা। রাষ্ট্রপতি ভবনে এই ২৬ জনের জন্যে বিশেষ বসার জায়গারও ব্যবস্থা করা হয়েছে। ২৬ জন বিশেষ অতিথির মধ্যে ৮ জন মহিলা যোদ্ধাও রয়েছেন।
আমন্ত্রিতদের মধ্যে ৪ জন প্রতিনিধিত্ব করবেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সকে, অন্য ৩ জন প্রতিনিধিত্ব করবেন সফদরজং হাসপাতালকে। এদিনের বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হবে সিনিয়র এবং জুনিয়র ডাক্তার, নার্সিং আধিকারিক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, মিডওয়াইফ, আশা কর্মী, নিরাপত্তা রক্ষী, সাফাই কর্মী এবং সেই সব হাউসকিপিং কর্মীদের যাঁরা করোনা আবহে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে গিয়েছেন। পাশাপাশি এই বিশেষ তালিকায় থাকছেন দিল্লি পুলিশের তিন কর্মী এবং নিগমবোধ ঘাটের কাঠুরিয়াও। প্রসঙ্গত, এই শ্মশানেই করোনায় মৃতদের শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে।
এদিনের বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তিনি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত ভাষণ দেবেন। অতিথিদের জন্যে বরাদ্দ প্রতিটি টেবলের নাম রাখা হয়েছে ভারতের বিভিন্ন নদীর নামে। জলখাবারে পরিবেশন করা হবে সিঙাড়া, চা এবং ধোকলা। তবে এদিন রাষ্ট্রপতি ভবনেযাঁরা অতিথিদের সেবায় নিযুক্ত থাকবেন সেই ওয়েটারদেরও করোনা পরীক্ষা করা হয়েছে।





Post a Comment