করোনা আবহে ঘরে থেকেই স্বাধীনতার আনন্দে মাতলেন বলিউড সেলিব্রিটিরা, রইল তারই কিছু ঝলক
Odd বাংলা ডেস্ক: করোনা আবহে সারা দেশজুড়ে উদযাপন করা হচ্ছে ৭৪তম স্বাধীনতা দিবস। অন্যান্য বছরের তুলনায় এবারের স্বাধীনতা দিবসের উদযাপন অনেকটাই আলাদা। নির্দিষ্ট সুরক্ষার ঘেরাটোপে পালিত হল স্বাধীনতা দিবস। তবে আড়ম্বর না থাক স্বাধীনতা উদযাপনের আনন্দে মাতলেন বলিউড সেলেবরাও। রইল তারই ঝলক-
অক্ষয় কুমার - স্বাধীনতা দিবস উপলক্ষে অক্ষয় কুমার আজ সকালেই একটি ভিডিও পোষ্ট করেছেন। যেখানে তিনি সকলের জন্য একটি বার্তা পাঠিয়েছেন যে 'দরিদ্র যাঁরা ফল-মূল, ফুল, শাক সব্জি, চা, রুটি বা পাউরুটি বিক্রি করে তাঁদের সাহায্য করুন। করোনা মহামারির মতো কঠিন সময়ে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের পাশে থাকুন। যতটা সম্ভব তাঁদের সাহায্য করুন।'
প্রিয়াঙ্কা চোপড়া - আজ স্বাধীনতা দিবসে প্রিয়াঙ্কা চোপড়া একটি ভিডিও পোষ্ট করেছেন। সেই ভিডিওতে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা সকল নারীদের কৃতিত্বকে সম্মানজ্ঞাপন করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। তিনি অমৃত কর, অরুনা আসাফ আলি, ক্যাপ্টেন লক্ষ্মী সেহেগাল, দূর্গাবতী দেবী, কমলা নেহেরু, কনকলতা বড়ুয়া, কস্তুর্বা গান্ধী, কিট্টুর রানী চেনাম্মা, ঝাঁসির রানি লক্ষ্মী বাই, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালনি, উদা দেবীর মতো বিভিন্ন মহর্ষি নারীদের শ্রদ্ধা জানিয়েছেন।
অমিতাভ বচ্চন - অমিতাভ বচ্চন আজ স্বাধীনতা দিবসেএকটি ছবি পোস্ট করেছেন৷ যেখানে তিনি মহামারির এই কঠিন সময় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাদের কাজকে স্যালুট জানিয়েছেন।
করিনা কাপুর - করিনা কাপুর স্বাধীনতা দিবসে তৈমুরের পতাকা হাতে নেওয়া একটি ছবি পোষ্ট করেছেন। তিনি সকলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'স্বাধীনতা আমাদের মনে, বিশ্বাস আমাদের কথায় এবং গর্ব আমাদের আত্মায়।'
সনু সুদ - স্বাধীনতা দিবসের দিনে আজ সকালে একটি ভিডিও পোষ্ট করেছেন। তিনি বলেছেন, 'স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা মাটির কারিগর, যারা মাটির কাজ করে তাঁদের পাশে থাকুন। তাঁদের সাহায্য করুন।'
শ্রদ্ধা কাপুর - স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা কাপুর তার ইন্সটাগ্রাম স্টোরিতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফ্রন্টলাইন যোদ্ধাদের এই স্বাধীনতা দিবস উৎসর্গ করেছেন।
ভিকি কৌশল - ভিকি কৌশল আজ স্বাধীনতা দিবসে একটি পতাকা উত্তোলনের একটি ভিডিও আপলোড করেছেন এবং এবং সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
মাধুরি দিক্ষিত - মাধুরি দিক্ষিত নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, 'আসুন সকলে মিলে দেশকে সম্মান করি, শহিদদের ত্যাগকে সম্মান করি এবং স্বাধীনতা দিবসকে সম্মান করি। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।'
বিদ্যুৎ জাম্মওয়াল - বিদ্যুৎ জাম্মওয়াল স্বাধীনতা দিবসে একটি গাড়ির উপর দাঁড়িয়ে পতাকা হাতে নিয়ে ওড়ানোর একটি ভিডিও আপলোড করেছেন। এবং সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রকুল প্রীত সিং - রকুল প্রীত সিং স্বাধীনতা দিবস উপলক্ষে স্যালুট করা একটি ছবি তার ইন্সটাগ্রাম স্টোরিতে পোষ্ট করে সকলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।








Post a Comment