মহাসঙ্কট আসন্ন, কেরলে অগাস্ট-সেপ্টেম্বরে দৈনিক ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হবেন!


Odd বাংলা ডেস্ক: সারা দেশবাসী যখন করোনাভাইরাসে জর্জরিত, ঠিক তখনই করোনা সম্পর্কে এক বিপদ সংকেত জারি করল কেরল সরকার। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেছেন, কেরলে অগাস্ট ও সেপ্টেম্বর মাসে কোভিড-১৯ সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি পাবে।যার জেরে  দৈনিক সংক্রমণের হার ১০,০০০ থেকে ২০,০০০ এর মধ্যে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 


তিনি আরও জানিয়েছেন, বিশেষজ্ঞরাই জানিয়েছেন যে, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে কোভিড সংক্রমণ রেকর্ড মাক্রায় বৃদ্ধি পেতে চলেছে। আশঙ্কা করা হচ্ছে দৈনিক সংক্রমণের সংখ্যা ১০,০০০ থেকে ২০,০০০ এর হতে পারে। আর সেই কারণেই তিনি মহামারি ছড়িয়ে পড়া রোধ করতে যুবাদের 'কোভিড ব্রিগেড'-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

মন্ত্রী আরও বলেন, যদি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু মৃতের পরিসংখ্যান গ্রাফটিও দ্রুত মাত্রায় বৃদ্ধি পাবে। আর সেই কারণেই তিনি করোনার সংক্রমণ দ্রুত মাত্রায় ছড়িয়ে পড়া রোধ করার ওপর বিশেষ জোর দিয়েছেন। আর তার জন্য মানুষের সহযোগীতা একান্তভাবে কামনা করছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। 

তিনি আরও বলেন, ভাইরাসগুলির শৃঙ্খলা ভেভে দেওয়ার জন্য প্রত্যেক মানুষকে মাস্ক পরা, প্রতিনিয়ত হাত স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ববিধি মেনে স্বাস্থ্য প্রোটোকলটিকে কঠোরভাবে অনুসরণ করা একান্ত কাম্য। 
Blogger দ্বারা পরিচালিত.