অঙ্কিতার ফ্ল্যাটের EMI দিতেন সুশান্ত? এবার নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ছবি শেয়ার করলেন নায়িকা
Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় এবার নয়া মোড়। সম্প্রতি বলা হয়েছে মালাডে অঙ্কিতার সাড়ে চার কোটি টাকা ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত সিং রাজপুত। এমনকি তদন্তে এও উঠে এসেছে যে, দু-জনের ব্রেকআপের পরে যখন তাঁরা দুজনে আলাদা আলাদা থাকতে শুরু করেন, তার পরেও অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই গুনছিলেন সুশান্ত।
একাধিক গুজবে শোনা যাচ্ছিল যে, সুশান্তের টাকায় বানানো ফ্ল্যাটটি নাকি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা দখল করে ছিলেন। তবে এসবের পর আর চুপ রইলেন না অঙ্কিতা লোখান্ডে। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সম্মুখে তাঁর ফ্ল্যাটের রেজিস্ট্রেশন এবং ব্যাঙ্কের স্টেটমেন্টের ছবি পোষ্ট করেছেন অঙ্কিতা।
একটি সর্বভারতীয় সংমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয় যে অঙ্কিতা যে ফ্ল্যাটটিতে বসবাস করেন সেটির ইএমআই দিতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ইডির রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, রিয়াই জেরার মুখে এমনটা জানিয়েছেন যে, সুশান্ত অঙ্কিতার ফ্ল্যাটের জন্য টাকা দিতেন। প্রসঙ্গত এরপর অঙ্কিতাকে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অঙ্কিতা কিংবা তাঁর টিম কোনও রকম প্রশ্নের জবাব দেননি, কোনও রকম প্রতিক্রিয়াও জানাননি।
আর এবার কোনও রাখঢাক না রেখেই অঙ্কিতা তাঁর ফ্ল্যাটের রেজিস্ট্রেশন এবং ব্যাঙ্কের কাগজের ছবি পোষ্ট করলেন এবং তাঁর দিক থেকে যতটা সম্ভব বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও প্রথম থেকেই সুশান্তের মৃত্যুর তদন্তে ন্যায়বিচার দাবি করে এসেছেন। সুশান্তের মৃত্যুর মাামলাটি তদন্তের জন্য সিবিআই তদন্তের পক্ষেও সওয়াল করেন তিনি।





Post a Comment