বাড়ির সদর দরজাতেই কি লুকিয়ে বিপদ, জানাচ্ছে বাস্তু শাস্ত্র



Odd বাংলা ডেস্ক: পরিবারে অসুখ-বিসুখ-অশান্তি লেগেই আছে? বাসতু মতে, নানা কারণে বাড়িতে ইতিবাচক শক্তি হ্রাস পেলে এমনটা হতে পারে। হতেই পারে, আপনার বাড়ির সদর দরজাতেই রয়েছে তার বীজ। জেনে নিন বাড়ির সদর দরজা সম্পর্কে নানা বাস্তু টিপস—

১) ঘরের সদর দরজা সব সময় পরিষ্কার রাখা উচিত। রাতের বেলাতেও সদর দরজার সামনের আলোটি জ্বেলে রাখা উচিত। বাস্তু মতে, এতে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

২) দরজার সামনে ফুলের ছবি লাগাতে পারেন। বিশেষ করে সূর্যমুখী ফুল। এতেও ইতিবাচক শক্তি বাড়ে।

৩) সদর দরজায় চৌকাঠ রাখুন। এতে বাইরের ধুলোবালি ঢোকা আটকাবে। বাইরের নোংরা ঘরে ঢুকলেও ইতিবাচক শক্তিকে ব্যাহত বলে জানাচ্ছে বাস্তু।

৪) বাড়ির সদর দরজায় ‘ওম’ লিখে রাখুন। কিংবা গণেশের ছবি লাগান। এতে বাড়ির উপরে ঈশ্বরের কৃপা বর্ষিত হয় বলে মনে করা হয়।
Blogger দ্বারা পরিচালিত.