চালু হতে পারে লোকাল ট্রেন, কবে থেকে জেনে নিন



Odd বাংলা ডেস্ক: সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রেল স্টেশনের প্লাটফর্মে চলছে সার্কেল আঁকার কাজ। তা হলে কী দ্রুত চালু হতে চলেছে লোকাল ট্রেন? আশার আলো দেখছেন ট্রেন যাত্রী থেকে ব্যবসায়ীরা। অনেকের মনে আবার সংক্রমণের আশঙ্কা। আনলক ফোরে কি লোকাল ট্রেন ছোটা শুরু করবে? সোমবার থেকে শিয়ালদহ-বনগাঁ ও বসিরহাট শাখার একাধিক স্টেশনে কিন্তু গোল গোল করে দাগ কাটার কাজ শুরু হয়ে গিয়েছে। যাতে দূরত্ব বিধি মানা হয়।শিয়ালদা থেকে বারাসত, বনগাঁ,হাসনাবাদ,হাবরা,গোবরডাঙা সহ একাধিক স্টেশনে ধরা পড়েছে একই ছবি। কর্মক্ষেত্র হোক কিংবা স্কুল-কলেজ, প্রতিদিন লোকাল ট্রেন ধরে কলকাতায় আসেন শহরতলির লক্ষ্য লক্ষ্য মানুষ। তাই রেলের এই প্রস্তুতি দেখে অনেকেই আশায় বুক বাঁধছেন। ট্রেনে অসংখ্য মানুষ হকারি করেন। স্টেশনে স্থায়ী অস্থায়ী দোকান রয়েছে। স্টেশন চত্বরেও রয়েছে একাধিক ব্যবসা। ট্রেন বন্ধ থাকায় সবকিছুই স্তব্ধ। লোকাল ট্রেন চালু হলে দুর্দশা কমবে, আশায় ব্যবসায়ীরা। আশার আলো যেমন রয়েছে, তেমনি রয়েছে দুশ্চিন্তাও। বনগাঁ লোকালের ভিড় কারও অজানা নয়। তাই লোকাল ট্রেন চালু হলে সামাজিক দূরত্ব কতটা বজায় রাখা যাবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন।কবে চালু হবে লোকাল ট্রেন? এখনও স্পষ্ট নয়। তবে, লোকাল ট্রেন ঘিরে আশা-আশঙ্কা দুইই রয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.