এক প্লেট 'মোদী ইডলি', দাম মাত্র ১০ টাকা
Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে খাস ইডলি, দাম মাত্র ১০ টাকা। তামিলনাড়ুর সালেম-এ এক বর্ষীয়ান বিজেপি কার্যনির্বাহীর সৌজন্যে চারটি ইডলি(যার নাম দেওয়া হয়েছে 'মোদী ইডলি')-র দাম রাখা হয়েছে মাত্র ১০টাকা।
এই উদ্যোগকে ব্যাপকভাবে প্রচার করার উদ্দেশে শহরের বিভিন্ন স্থানে 'মোদী ইডলি' পোস্টার লাগানো হয়েছে, যা বিজেপি প্রচার বিভাগের রাজ্য সহ-সভাপতি মহেশের মস্তিষ্কপ্রসূত। পোস্টারে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, আর অন্যদিকে লেখা রয়েছে 'চারটি ইডলি দশ টাকা'।
তামিলনাড়ুর বিজেপি সেক্রেটারি আর বালাসুব্রাহ্মণ্যন, প্রাথমিকভাবে ২২টি আউটলেট খোলার পরিকল্পনা নিয়েছেন, এরপর দোকানের সাফল্যের ওপর নির্ভর করে পরবর্তীকালে আরও আউটলেট খোলার পরিকল্পনা নেওয়া হবে। জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য প্রতিদিন ৪০,০০০ ইডলি তৈরি করার যন্ত্রপাতি এসেছে এবং আগামী সপ্তাহে এটি শুরু হবে বলে আশা করা হচ্ছে।





Post a Comment