সংবাদমাধ্যমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন রিয়া চক্রবর্তী
Odd বাংলা ডেস্ক: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীর আবাসনের কমপ্লেক্সের ভিতরে রোজ জড়ো হচ্ছেন সংবাদমাধ্যম কর্মীরা। আর এবার তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন রিয়া। মুম্বই পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী পুলিশকে জানিয়েছে, সংবাদমাধ্যম যেন তাঁর পথে বাধা না সৃষ্টি করে এবং সংবাদমাধ্যম যেন সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে কাজ করার জন্য জানিয়েছেন।
প্রসঙ্গত,গত সপ্তাহের শুরুর দিকে, রিয়া তাঁর বাড়ির বাইরে সংবাদমাধ্যমের তাঁর বাবাকে ঘিরে ধরার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর সঙ্গে রিয়া লিখেছেন, 'এটি আমার বিল্ডিং কম্পাউন্ডের ভিতরে, এই ভিডিওর ব্যক্তিটি হলেন আমার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী (অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা)। আমরা ইডি, সিবিআই এবং বিভিন্ন তদন্ত কর্তৃপক্ষকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমার জীবন এবং আমার পরিবারের সকলের জীবন হুমকির মধ্যে রয়েছে। আমরা স্থানীয় থানায় জানিয়েছি এবং এমনকি সেখানে গিয়েছি, তাদের তরফে কোনও সহযোগীতা করা হয়নি। আমরা তদন্ত কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগীতার জন্য জানিয়েছি, কোনও সহায়তা আসেনি। এই পরিবারটি কীভাবে বাঁচবে? আমরা কেবল সহযোগীতা চাইছি। আমি মুম্বই পুলিশকে অনুরোধ করছি, দয়া করে আমাদের সুরক্ষা প্রদান করুন যাতে আমরা এই তদন্ত সংস্থাগুলিতে সহযোগিতা করতে পারি। করোনা পরিস্থিতিতে এই প্রাথমিক আইনশৃঙ্খলা বজায় রাখা উচিত। ধন্যবাদ।'





Post a Comment