মহামারিতে 'ওপেন বুক এক্সাম' দেবে পড়ুয়ারা, বাড়ি বসে বই খুলে লেখা যাবে উত্তর
Odd বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের নির্দেশিকা অনুসারে দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের বা সেমেস্টারের পরীক্ষা হবে। আর এরপরই সংশ্লিষ্ট রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
এরপর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং উপাচার্যদের সঙ্গে ভিডিও বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং ৩১ তারিখ রেজাল্ট প্রকাশ করা হবে। তবে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে রাজ্য সরকার কোনও নির্দেশিকা দেওয়া হবে না, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলিই।





Post a Comment