সরকারি হাসপাতালে টয়লেটের বেহাল দশা, অভিযোগ উঠতেই পিপিই পরে পরিষ্কারে নামলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: সরকারি কোভিড হাসপাতালের বেহাল দশার ছবি একাধিকবারই প্রকাশ্যে এসেছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তা নিয়ে সংশ্লিষ্টি রাজ্যের সরকারের উদাসীনতা নজরে এসেছে। তবে পুডুচেরির একটি সরকারি হাসপাতালের বাথরুমের বেহাল দশার অভিযোগ উঠতেই খোদ পুডুচেরীর স্বাস্থ্যমন্ত্রী মল্লাদী কৃষ্ণ রাও ওই সরকারি হাসপাতালের টয়লেট পরিষ্কার করার কাজে নামেন।
প্রথমদিন থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছিলেন পুদুচেরীর স্বাস্থ্যমন্ত্রী। কাদিরকামাম-এর ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম অপরিষ্কার থাকা নিয়ে কোভিড রোগীর আত্মীয়-স্বজনদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের দল নিয়ে হাসপাতাল পরিদর্শনকালে, তিনি নিজেই রক্ষণাবেক্ষণের বেহাল দশা নজর করেছিলেন এবং এর পরই তিনি বাথরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। খোদ স্বাস্থ্যমন্ত্রী পিপিই কিট পরে বাথরুম পরিষ্কারের কাজে হাত লাগান। তাঁর টয়লেট পরিষ্কারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালটি কোভিড রোগীর চিকিৎসা করার জন্য আইসিএমআর কর্তৃক মনোনীত। হাসপাতালে কোভিড রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি না তা নিশ্চিত করতে প্রায় প্রতিদিনই হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী মল্লাদী কৃষ্ণ রাও। স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুদুচেরীর মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীও।





Post a Comment