মুদির দোকানের চেয়ে বিমানযাত্রা অনেক বেশি নিরাপদ, বলছে হার্ভার্ডের গবেষণা


Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে বিমানে যাতায়াত করছেন অনেকেই, কিন্তু করোনা আবহে বিমান কতটা নিরাপদ? এনিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষণা বলছে, রেস্তোরাঁয় খেতে যাওয়া বা মুদির দোকানে যাওয়ার চেয়ে বিমানে যাতায়াত অনেক নিরাপদ। 

গবেষকরা দাবি করছেন, বিমানে মাস্ক পরা, পিপিই কিট পরা, ফেস শিল্ডের ব্যববারের মাধ্যমে করোনার বিরুদ্ধে যে সাবধানতা অবলম্বন করা হচ্ছে, তাতেই বিমানযাত্রাকে অনেকটাই নিরাপদ করে তুলেছে। তবে অন্যদিকে বিমানের ভিতরটা আবদ্ধ হওয়ায় করোনার বায়ুবাহিত হয়ে ওঠারও একটা সম্ভাবনা রয়েছে। তবে গবেষকরা জানতে পেরেছেন, ৯৯ শতাংশ এয়ারবোর্ন ভাইরাস বিমানের ভেন্টিলেশনের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। এমনকি ড্রপলেট উপরে ভেসে থাকারও সুযোগ পায় না। 

তাছাড়া বিমানবন্দরের নিজস্ব থার্মাল স্ক্রিনিং, নিজস্ব ভেন্টিলেশন ব্যবস্থা অনেকক্ষেত্রেইম করোনা মোকাবিলায় সহায়ক। কিন্তু রেস্তোরাঁ বা মুদিখানার দোকানে এই নিয়মের বেড়াজাল বজায় রাখা সম্ভব নয়। তাই মুদির দোকান বা রেস্তোরাঁ থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যায় বলে জানাচ্ছেন গবেষকরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.