জুয়া-বেটিং এবং অনলাইন গেমিং-এর প্রায় ১৩২টি অ্যাপ সাইট বন্ধের সিদ্ধান্ত নিল এই রাজ্য


Odd বাংলা ডেস্ক:
যেকোনও ধরণের অনলাইন গেমিং, বেটিং, জুয়ার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। প্রায় ১৩২টি এমন ওয়েবসাইট এবং অ্যাপের তালিকা তৈরি করে পাঠনো হয়েছে কেন্দ্রের কাছে। ওইসব অ্যাপ এবং ওয়েবসাইটগুলির অ্যাকসেস রাজ্যে বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রের সহযোগীতা চেয়েছে অন্ধ্র সরকার। 

চিঠি লিখে অন্ধ্র সরকার কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে যে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের যাতে কেন্দ্রের তরফে এইসব অ্যাপ এবং ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়। আর এই অ্যাপ এবং ওয়েবসাইটের তালিকায় রয়েছে পেটিএম ফার্স গেম, মোবাইল প্রিমিয়ার লিগ, Adda 52। 

চিঠিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, ঘরে বসে হাতে স্মার্টফোন এবং কম্পিউটার পেয়ে কম বয়সীরা অনলাইন গেম, বেটিং, জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। যার ফলে এক অপূরণীয় ক্ষতির দিকে এগোচ্ছে যুবসমাজ। আর সেই কারণেই এই সিদ্ধান্তের পথে এগোতে চায় সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.