হোয়াটসঅ্যাপের মতোই সম্পূর্ণ নিজস্ব একটি মেসেজিং অ্যাপ তৈরি করল ভারতীয় সেনা, যার নাম SAI


Odd বাংলা ডেস্ক: হোয়াটসঅ্যাপের মতোই সম্পূর্ণ নিজস্ব একটি মেসেজিং অ্যাপ বানিয়ে ফেলল ভারতীয় সেনা। একেবারে নিজেদের ব্যবহারের জন্যই ভারতীয় সেনা এই ইন-হাউস অ্যাপটি তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে সিকিওর অ্যাপলিকেশন ফর ইন্টারনেট বা SAI।

কিন্তু প্রশ্ন হল হোয়াটসঅ্যাপ থাকতে আবার নতুন করে মেসেজিং অ্যাপ তৈরি করার কেন প্রয়োজন হল? তবে কি নরেন্দ্র মোদীর ডাকে 'আত্মনির্ভর' হতেই কি এত পরিশ্রম করল ভারতীয় সেনা? প্রসঙ্গত, এই অ্যাপের নাম থেকেই বোঝা যাচ্ছে যে, এটি অনেক বেশি নারাপদ। তথ্যচুরির ভয় নেই। এর আগে একাধিক অ্যাপের বিরুদ্ধে তথ্যচুরি এবং পাচারের অভিযোগ তোলা হয়েছল, তাছাড়া ভারতীয় সেনারপ ওপর একাধিক অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর সেই কারণেই এই SAI সবদিক থেকে সম্পূর্ণ নিরাপদ। 

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, SAI সাধারণ মানুষের জন্য নয়। ভারতীয় সেনার নিজস্ব ব্যবহারের জন্যই এই অ্যাপটি বানানো হয়েছে। অ্যাপ বানানোর সময় নিরাপত্তার দিকেই বেশি জোর দেওয়া হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, রাজস্থানের সিগন্যাল ইউনিটের কম্যান্ডিং অফিসার কর্নেল সাই শংকর এই অ্যাপটি তৈরি করেছেন। এই মেসেজিং অ্যাপটির উদ্বোধন করে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, এটি এন্ড-টু-এন্ড সিকিওর মেসেজিং অ্যাপ। অ্যান্ড্রয়েড ফোন থেকে ইন্টারনেটের মাধ্যমে ভয়েজ, টেক্সটের পাশাপাশি ভিডিও কলও করা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.