'মহিলারা কখনওই পুরুষের সমকক্ষ নয়, তাই তাঁদের উচিত ঘর সামলানো', #MeToo নিয়ে বিতর্কিত মন্তব্য মুকেশ খান্নার


Odd বাংলা ডেস্ক: টেলিভিশনে মহাভারত এবং ছোটদের সুপারহিরো শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্না এবার করে বসলেন এক বিতর্কিত মন্তব্য। তিনি বলেন যে, #MeToo আন্দোলন শুরু হয়েছে কারণ মেয়েরা নিজেদের পুরুষের সমকক্ষ ভাবতে শুরু করেছিলেন। তিনি আরও বলেন যে, ঘরে থেকে ঘরের কাজ সামলানো মহিলাদের দায়িত্ব। 

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ইন্টারভিউয়ে তাঁর মন্তব্যের একটি অংশ ব্যাপকভাবে অনলাইনে শেয়ার করা হয়েছে। ভিডিওতে তিনি বলেছেন, 'মহিলারা যেদিন থেকে বাইরে কাজ করা শুরু করেছেন, তবে থেকে #MeToo-র সমস্যা শুরু হয়েছে।'

ফিল্মি চর্চাকে দেওয়া একটি সাক্ষাতকারে মুকেশ খান্না জানিয়েছেন, 'মহিলাদের কাজ হল ঘর সামলানো। কিন্তু এই #MeToo-র সমস্যা সেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে মহিলারা বাইরে কাজ করতে বেরিয়েছেন। আজ মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা বলে। সকলে মহিলাদের স্বাধীনতার কথা বলে, কিন্তু আজ আমি বলছি সমস্যা কিন্তু এখান থেকেই শুরু হয়। সবচেয়ে বেশি যারা ভোগে, তারা হল শিশুরা, যারা সারাদিন মা-কে পায় না। আয়ার সঙ্গে বসে সিরিয়াল দেখে। এই সমস্যা সেদিন থেকে শুরু হয়েছে যখন মহিলারা ভাবতে শুরু করলেন যে, আমিও সেটাই করব, যেটা একজন পুরুষমানুষ করেন। কিন্তু না পুরুষরা পুরুষ আর মহিলারা কিন্তু মহিলাই হয়।'

দেখুন সেই ভিডিও-

তাঁর এমন মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উঠেছে তীব্র নিন্দার ঝড়। এমনকি তাঁর এমন মানসিকতা নিয়ে অনেকে হতাশাও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'উনার মতো একজন মানুষের বাড়ির মহিলাদের কথা ভেবে আমার কষ্ট হচ্ছে, যাঁরা প্রতিনিয়ত উনাকে সহ্য করেন!'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.