ইওরোপ-জুড়ে করোনার দ্বিতীয় জোয়ার, ফের লকডাউনের পথে ফ্রান্স ও জার্মানি!
Odd বাংলা ডেস্ক: শীতের আগে করোনার দ্বিতীয় স্রোতে জেরবার ইওরোপ। আর তার জেরেই আগাম সতর্কতা হিসাবে জার্মানি এবং ফ্রান্সে জারি করা হল লকডাউন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাঁকর এবং জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল লকডাউনের কথা ঘোষণা করেছেন।
বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, গোটা দেশের দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা যাচ্ছে ফরাসি। তিনি আরও জানিয়েছেন, এই দ্বিতীয় স্রোতটি প্রথমবারের থেকে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তেমন পূর্বাভাসই দেওয়া হয়েছে। আর করোনার এই দ্বিতীয় স্রোত আরও বেশি মারণাত্মক হয়ে উঠতে পারে। আর সেই কারণেই ভাইরাসকে প্রতিহত করতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বিতীয়বারের লকডাউনের জন্য বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ফ্রান্সে। যেমন একমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বা মেডিকেল প্রয়োজনে কিংবা দিনে ১ ঘণ্টা করে শরীরচর্চা করা ছাড়া কেউ বাইরে বেরতে পারবেন না। তবে স্কুল খোলা থাকবে। তবে বাইরে বেরতে হলে সুস্থ থাকার সার্টিফিকেট নিয়ে বেরতে হবে। অন্যদিকে জার্মানিতে ২ থেকে ৩০ নভেম্বর বার, রেস্তোরাঁ, থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খোলা থাকবে স্কুল। দোকানপাট খোলা থাকলেও সেখানে কড়া বিধিনিষেধ জারি থাকবে।





Post a Comment