সংকটজনক হলেও চোখ খুলে তাকিয়েছেন সৌমিত্রবাবু, আজ দ্বিতীয় দফায় হবে ডায়ালিসিস
Odd বাংলা ডেস্ক: বেশ কয়েকবার ডাকাডাকিতে চোখ খুলে তাকানোর চেষ্টা করেছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত চারদিনের তুলনায় আজ অনেকটাই ভাল আছেন তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই তাঁর প্রথম দফার ডায়ালিসিস শেষ হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় দফায় ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল টিম।
তবে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে অভিনেতাকে। নতুন করে আর জ্বর আসেনি, রক্তচাপও রয়েছে নিয়ন্ত্রণে, তবে স্নায়বিক সমস্যা রয়েছেই। শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও কম রয়েছে। গত কয়েকদিনের তুলনায় একটু ভাল থাকলেও এখনও সংকট কাটেনি বলেই খবর হাসপাতাল সূত্রে।
প্রসঙ্গত, প্রায় ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হলেও পরে করোনামুক্ত হন অশীতিপর এই অভিনেতা। কিন্তু তার পরেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই তাঁকে সৌমিত্রকে 'এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন' তথা ভেন্টিলেশনে রাখা হয়।





Post a Comment