যে ১০টি ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন কিং খান, যা পরে থেকে ব্লকবাস্টার হিট হয়েছিল
Odd বাংলা ডেস্ক: নিজের অভিনয় কেরিয়ারে একে পর এক সুপার-ডুপার ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান, আর সেই কারণেই তিনি হয়ে উঠেছেন বলিউডের কিং খান। কিন্তু জানেন কি, আজ কিং খানের ঝুলিতে থাকতে পারত আরও দশটি বলিউডের ব্লকবাস্টার হিট ছবি, কিন্তু সেই ছবিগুলি ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ। দেখে নিন কোন কোন ছবি-
১) কহো না প্যায়ার হ্যায়- রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে রোহিতের চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিল শাহরুখ খান। কিন্তু এই ছবির অফার ফিরিয়ে দেওয়ার পর নিজের ছেলে ঋত্বিককেই কাস্ট করার সিদ্ধান্ত নেন রাকেশ। ছবিটি বলিউডের একটি মাইলস্টোন হয়ে থাকবে।
২) লগান- শুরুতে আমির খানের কাছে ছবিটি গেলেও তনি সেটিকে নাকোচ করে দিয়েছিলেন, কারণ তিনি ছবিটি তিনি প্রথমে প্রযোজনা করতে চাননি। এরপর ছবিটি যায় শাহরুখের কাছে। কিন্তু শাহরুখ তখন খুব বড় অভিনেতা, তিনি নিজের সিদ্ধান্তেই ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন। এরপর ছবিটি নিয়ে পরিচালক অশুতোষ গোয়ারিকর ফের যান আমিরের কাছে। ছবিটি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।
৩) যোধা আকবর- স্বদেশ ছবির অসাফল্যের পরেও আশুতোষ গোয়ারিকর চেয়েছিলেন যোধা আকবর ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে। কিন্তু শ্যুটিং লোকেশন নিয়ে স্বচ্ছন্দ্য ছিলেন না শাহরুখ এবং আরও বেশি করে পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন তিনি। পরে ঋত্বিক সেই ছবিতে অভিনয় করেন এবং যথেষ্ট প্রশংসিতও হয়েছিলেন।
৪) মুন্নাভাই এমবিবিএস- পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজন বিধু বিনোদ চোপড়া- দুজনেরই প্রথম পছন্দ ছিল শাহরুখ খান। কিন্তু শাহরুখ সেই প্রস্তাব ফিরিয়ে দিলে সেই ছবিতে অভিনয় করেন সঞ্জু বাবা।
৫) রং দে বসন্তী- রাকেশ ওমপ্রকাশ মেহেরার ক্লাসিক ছবি রং দে বসন্তীর প্রথম অফার যায় শাহরুখ খানের কাছে, কিন্তু পরে সেই চরিত্রে দাপিয়ে বেরিয়েছেন আমির খান।
৬) থ্রি ইডিয়টস- রাজকুমার হিরানির আরও একটি ব্লকবাস্টার হিট ছবি যা চেতন ভগতের লেখা ফাইভ পয়েন্ট সামওয়ান অবলম্বনে তৈরি হয়েছে। এই ছবিটিও ফিরিয়ে দেন শাহরুখ, আর তাতেই বাজিমাত করেন আমির খান।
৭) রোবট- বিশ্বব্যাপী প্রায় ৩৭৫ কোটি টাকা আয় করেছিল এই ছবিটি, যার তামিল পরিচালক শঙ্করের প্রথম পছন্দ ছিল শাহরুখ, কিন্তু পরে এই ছবিতে অভিনয় করেন সুপারস্টার রজনীকান্ত।
৮) এক থা টাইগার- ছবির জন্য ডেট দিতে পারছিলেন না শাহরুখ আর সেই কারণেই এই ছবি চলে যায় সল্লু ভাইয়ের কোটে। ছবি ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল, যার জন্য আজও আফসোস করেন শাহরুখ।
৯) স্লামডগ মিলিয়নিয়ার- ছবিতে অনিল কাপুরের চরিত্রটি প্রথমে শাহরুখ খানকে অফার করা হয়, কিন্তু তিনি তা নাকোচ করে দেন। পরে স্লামডগ তার প্লট, সাউন্ডট্র্যাক এবং পরিচালনার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
১০) তারে জমিন পর- আমির খানের আর একটি ছবি, যা প্রথমে কিন্তু শাহরুখ খানকেই অফার করা হয়েছিল। পরে থেকে ছবিটি প্রযোজনা, পরিচালনা এবং অভিনয় করেন আমির এবং বক্স অফিসে চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছিল।





Post a Comment