মাথার টাক লুকিয়ে বিয়ে করেছেন স্বামী, জানতে পেরে পুুলিশের দ্বারস্থ হলেন নববধূ
Odd বাংলা ডেস্ক: মাথায় টাক-একথা লুকিয়ে বিয়ে করেছিল বালা, বিয়ের পরের দিন সকালে জানতে পেরেছিল তার স্ত্রী, তারপর এই ঘটনা গড়িয়েছিল আদালত পর্যন্ত- আয়ুস্মান খুরানা, ইয়ামি গৌতম অভিনীত 'বালা' ছবির কাহিনি ঘটল বাস্তবেও! মাথার টাক লুকিয়ে বিয়ে করতে এসেছিলেন বর, কিন্তু বিয়ের পর আর লুকিয়ে থাকল না সত্যটা, এই ঘটনা জানতে পেরে, অগ্নিশর্মা স্ত্রী হাজির দায়ের করলেন বিবাহবিচ্ছেদের মামলা, স্বামীর বিরুদ্ধে করলেন প্রতারণার অভিযোগ!
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। অভিযোগ, হবু স্ত্রীয়ের কাছে মাথায় টাক থাকার কথা লুকিয়ে বিয়ে করেছেন ওই যুবক। পরচুলা পরে বিয়ে করকে এসেছিলেন তিনি। পেশায় চাটার্ড ইঞ্জিনিয়ার ওউ যুবক একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বিয়ের পর তাঁ স্ত্রী মাথায় টাকের কথা জানতে পেরে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন।
নববধূর অভিযোগ, মাথায় টাক রয়েছে জানলে কখনওই তিনি বিয়ে করতে রাজি হতেন না। স্বামীর মাথায় টাক রয়েছে জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। স্বামীর বিরুদ্ধে প্রতারণা এবং মানহানির অভিযোগ এনেছেন তিনি। স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করার পরই আগাম জামিনের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বামী, তবে যুবককে আগাম জামিন না দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।





Post a Comment