করোনার বাড়বাড়ন্তে এতদিনে একজনেরও মৃত্যু হয়নি এই রাজ্যে, এই প্রথম মৃত্যুর খবরে বিরাট ধাক্কা রাজ্যবাসীর!


Odd বাংলা ডেস্ক: সারা দেশ যখন করোনা জ্বরে কাবু, গত প্রায় ১০ মাসেরও বেশি সময় ধরে যে ভারতবর্ষ দৈনিক করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড গড়েছিল সেই ভারতেই ছিল এমন এক রাজ্য যেখানে একটিও করোনা সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়নি। আর সেই রাজ্যটি হল মিজোরাম। 

তবে গত ২৮ অক্টোবর সেখানে এই প্রথমবার করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর ৬২ বছর বয়সী এক ব্যক্তি যাঁর কোমর্বিডিটিও ছিল, তাঁর মৃত্যু হয়েছে। সত্যি কথা বলতে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার কেউ মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে, আর তাতেই রাজ্যবাসীর কাছে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। 

সারা দেশজুড়ে চলতে থাকা করোনা মহামারির সঙ্গে যেখানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত এবং তের খবর উঠে আসছিল, সেখানে এতদিন মিজোরামে একজন ব্যক্তিও করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। তবে প্রথম মৃত্যুর খবরেই জোর ধাক্কা পেয়েছেন মিজোরামবাসী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.