ভারতীয় সেনা-পুলিশের বড় সাফল্য, এনকাউন্টারে খতম হিজবুলের শীর্ষ কমান্ডার সইফুল্লা
Odd বাংলা ডেস্ক: জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লাকে এনকাউন্টারে খতম করল ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনি। জানা গিয়েছে, শ্রীনগরের রংরেথ এলাকায় সেনা, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অপারেশনের সময় মারা গিয়েছে সইফুল্লা।
গোপন সূত্রে সেনা আধিকারিকদের কাছে খবর ছিল, রংরেথ এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছে ২জন মোস্ট ওয়ান্টেড হিজবুল জঙ্গি। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। এরপর প্রথমে তাদের আত্মসমর্পণের সুযোগ দেয় বাহিনি, কিন্তু গুলি চালাতে শুরু করে সইফুল্লা এবং তার এক সহযোগী। এরপর প্রথমে কাঁদানে গ্যাস ছুঁড়ে দুই জঙ্গিকে কাবু করার চেষ্টা করে বাহিনী। তারপরই শুরু হয় গুলিবর্ষণ। সেনার তরফে অবশ্য সইফুল্লাহর নিকেশের কোনও বিবৃতি জারি করা হয়নি।
জম্মু-কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন, তাঁরা ৯৫ শতাংশ নিশ্চিত যে মারা যাওয়া জঙ্গি আসলে সইফুল্লাই। তবে তার মতো শীর্ষ কমান্ডারের মৃত্যুর খবরে ওই এলাকায় উত্তেজনা ছড়াতে পারে, এই আশঙ্কায় শ্রীনগরের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। এমনকি গোটা উপত্যকায় জারি রয়েছে উচ্চ সতর্কতা।





Post a Comment