'আত্মসম্মান থাকলে ধর্ষিতা নারীর উচিত আত্মহত্যার পথ বেছে নেওয়া', বিতর্কিত মন্তব্য কেরলের কংগ্রেস সভাপতির


Odd বাংলা ডেস্ক: কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) সভাপতি মোল্লাপ্যালি রামচন্দ্রন-এর একটি সাম্প্রতিক বিবৃতি বিতর্ক সৃষ্টি করেছে। ধর্ষণ একটি মেয়ের কাছে দুঃস্বপ্নের মতো। সেই ধর্ষণের বিরুদ্ধে যখন এত আন্দোলন, এত গর্জে ওঠা, তখন সেই ধর্ষণ নিয়েই একটি অবিবেচকের মতো কথা বলে বসলেন কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। 

তিনি বলেন, কোনও মহিলা ধর্ষিতা হলে, আত্মসম্মান বাঁচাতে তাঁদের উচিত আত্মহত্যা করে নেওয়া। সূত্রের খবর, রাজ্যের বিরোধী সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট (ইউডিএফ)-এর এক সভায় তিনি বলেন, 'হয় ধর্ষিতা মহিলা মারা যাবেন, নাহলে এই ঘটনর পুনরাবৃত্তি রুখে দেবেন।' কেন এমন মন্তব্য করলেন তিনি? কেরলের বাম সরকারকে আক্রমণ করতে গিয়েই ধর্ষণের মতো সংবেদনশীল একটি বিষয়ে এমন জঘন্য মন্তব্য করে বসলেন তিনি। 

প্রসঙ্গত, ২০১৩ সালে কেরলে সৌরপ্রকল্প কেলেঙ্কারিতে ৩ বছল জেল খেটেছেন সরিতা নায়ার ও তাঁর স্বামী বিজু রাধাকৃষ্ণন। সেই সময় এই কেলেঙ্কারি কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ সরকারের ভাবমূর্তিতে ব্যাপক প্রভাব ফেলে। সোলার প্যানেল বিক্রি করেছিল যে সংস্থা সেই আসিএমএস-এর অন্যতম ডিরেক্টর হয়েছিলেন সরিতা। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর সরিতা সম্প্রতি এক কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। কেরলের রাজনীতিতে এমন জল্পনাও রয়েছে যে, রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) জোটে যোগ দিতে।

আর সেই সূত্রেই তাঁকে নিশানা করে কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) সভাপতি মোল্লাপ্যালি রামচন্দ্রন বলেন, 'উনি (সরিতা) রোজ ঘুম থেকে উঠে বলেন তাঁকে ধর্ষণ করা হয়েছে। আত্মসম্মান রয়েছে এমন কোনও মহিলা ধর্ষিতা হলে হয় তিনি মারা যাবেন আর না হয়, এই ঘটনার পুনরাবৃত্তি আটকাবেন।'

তাঁর এই মন্তব্যের পরই শুরু হয় জোর বিতর্ক। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে রাজ্যের নারী ও শিশুকল্যান মন্ত্রী কে কে শৈলজা প্রশ্ন করেন, তাহলে তাঁর (মোল্লাপ্যালি রামচন্দ্রন) বক্তব্যের মানে এই দাঁড়ায় যে, ধর্ষণের পর যাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন না, তাঁদের কারওর আত্মসম্মান নেই? ধর্ষকরা অপরাধী, তাদের শাস্তি হওয়া উচিত। তাঁর (মোল্লাপ্যালি রামচন্দ্রন) এমন মন্তব্য নীচ মানসিকতার পরিচয় দেয় বলে দাবি করেছেন কে কে শৈলজা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.