২ নভেম্বর: কেমন যাবে আজকের সারাদিন, জেনে নিন আজকের রাশিফল
Odd বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য পরিবর্তন হয় রাশিফল অনুযায়ী। জন্ম সময়কে হিসাব করে নির্ধারন করা হয় গ্রহের অবস্থান। আর সেই অবস্থান অনুযায়ী হয় রাশিফল নির্ধারন। গ্রহের অবস্থানের পরিবর্তনের ফলে পরিবর্তন হয় আমাদের ভাগ্য। এই বিশ্বের সকল মানুষের রাশি আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নিন রাশি অনুযায়ী আজ আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশি- রাগ সংবরণ করতে শিখুন। সারাদিন ধরে আর্থিক লেনদেন চললেও, দিনের শেষে আপনি অর্থ সঞ্চয়ে সক্ষম হবেন। সময় বের করে তা ভাল কাজে ব্যয় করুন। প্রেমে আঘাত পেতে পারেন।
বৃষ রাশি- আজকের দিনে পরিবারের লোকজন বিশেষত স্ত্রীয়ের সঙ্গে ভাল ব্যবহার করুন। অতিরিক্ত অর্থ জমিবাড়ি কেনার কাজে ব্যয় করতে পারেন। আপনি প্রেমে পড়েছেন সেটা আজ বুঝতে পারবেন।
মিথুন রাশি- বাড়িতে একটি সুন্দর সন্ধ্যায় আত্মীয় স্বজন উপস্থিত হতে পারে। বিদেশী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনে দারুণ অর্থ লাভ হতে পারে। ফাঁকা সময়ে পুরনো দিনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করুন।
কর্কট রাশি- আজ কারওর সাহায্য ছাড়াই আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আজকের দিনে অফিস থেকে তাড়াতাড়ি এবকু বেরিয়ে আসুন। দূর আত্মীয়রা আজকের দিনে আপনার সঙ্গে দেখা করতে পারেন।
সিংহ রাশি- দূর আত্মীয়র থেকে পাওয়া কোন সংবাদ আপনার পরিবারের জন্য একরাশ খুশি বয়ে আনবে। আজ কারো সাহায্য ছাড়াই আপনাই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। অন্যকে আপনার কাজের কৃতিত্ব নিতে দেবেন না। শরীরের প্রতি নজর রাখুন।
কন্যা রাশি- বন্ধুর সমস্যা সমাধানে তাঁর সাহায্য করুন। আজকের দিনে নতুন কোন বই কিনে তা নিয়েই আপনার সারাদিন কেটে যাবে। আজ এই রাশির ব্যবসায়ীরা ব্যবসার জন্য প্রচুর অর্থ ব্যয় করেও, ব্যবসায় উন্নতি করতে পারবে না।
তুলা রাশি- পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটিয়ে তাদের প্রতি যত্নবান হোন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। আজ প্রেমের দিন। আজকের দিনে কাউকে টাকা ধার দেওয়ার আগে বোঝাপড়া করে নিন।
বৃশ্চিক রাশি- কথা দিয়ে রাখতে না পারলে, সেই কথা দেবেন না। মোটের ওপর ভাল যাবে আজকের দিন।
ধনু রাশি- মনের মানুষের সঙ্গে পুরোন ঝগড়া মিটিয়ে নিন আজ। নাহলে কাল খুব দেরি হয়ে যাবে। আজ ফাঁকা সময়ে শরীর চর্চা করতে পারেন। আজকের দিনে অর্থ খরচ এবং সঞ্চয়ের বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন।
মকর রাশি- আজ মদ্যপান থেকে দূরে থাকুন। স্ত্রীর সঙ্গে ভ্রমণে গিয়ে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে।
কুম্ভ রাশি- অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে বিশেষ কাজের বিষয়ে আলোচনা করুন। আপনার স্ত্রী আজকের দিনে আপনাকে নিয়ে বেশি ব্যস্ত থাকবে। ঝামেলায় মনোনিবেশ আর্থিক উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
মীন রাশি- পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটান, তাঁদের প্রতি যত্নবান হোন। অতিরিক্ত অর্থ জমিবাড়ি কেনার কাজে ব্যয় করতে পারেন। প্রেমের সময়কাল অল্প হলেও তা জীবনের সেরা মুহুর্তে পরিণত হবে।





Post a Comment