ভারতে আবারও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থ হয়েছেন প্রায় ৭৫ লক্ষ মানুষ
Odd বাংলা ডেস্ক: আবারও কমল ভারতে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৬৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে হল ১.২২ লক্ষ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে সারা দেশে এই মুহূর্তে প্রায় ৭৫ লক্ষ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। সারা দেশের সুস্থতার হার ৯১.৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ হাজার ৬৮৪ জন।
সারা দেশের মধ্যে করোনা সংক্রমণে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্রের নাম। কেবল মহারাষ্ট্রেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৯১১ জনের। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭৪ জনের।





Post a Comment