করোনায় বিশ্ব রেকর্ড গড়ল আমেরিকা, একদিনে করোনায় আক্রান্ত দেশের ১ লক্ষেরও বেশি মানুষ


Odd বাংলা ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে এগোল।  কারণ সারা বিশ্বের রেকর্ড ভেঙে আমেরিকায় একদিনে করোনায় আক্রান্ত হলেন ১লক্ষেরও বেশি মানুষ। শুক্রবারের মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হলেন ১,০০২৩৩ জন। এখনও পর্যন্তও এটিই কোনও দেশের দৈনিক করোনা সংক্রমণ, যা রেকর্ড গড়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার আমেরিকায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯১ হাজার মানুষ। ভারতে গত ১৭ সেপ্টেম্বর একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯৭ হাজার ৮৯৪ জন। সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেল আমেরিকা। গত পাঁচদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৪দিন আগে এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।এখনও পর্যন্ত আমেরিকায় করোনায় প্রাণহানি হয়েছে ২ লক্ষ ৩০ হাজার মানুষের। নির্বাচনী প্রচারে এ নিয়ে বিতর্কের মুখেও পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার পর্যন্ত আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ লক্ষ ১৬ হাজার ২৯৭, যা আমেরিকার মোট জনসংখ্যার ৩ শতাংশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.