বলিউডের যে নায়িকারা বিয়ের আগেই হয়েছেন অন্তঃসত্ত্বা
Odd বাংলা ডেস্ক: আমাদের সমাজের সাধারণ নিয়ম হল বিয়ের পরে মেয়েরা গর্ভধারন করে। কিন্তু বলিউড তারকাদের ব্যাপার একটু আলাদা। তারা সমাজের সাধারণ নিয়ম মানেন না। তারা বিয়ের আগে মেলা মেশা করে, আর গর্ভবতী হয়ে গেলে সেই খবর চাপার জন্য তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এমন কিছু অভিনেত্রী আছেন যাদের বিয়ের কিছুদিন পরেই জানা গেছে তাদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
১। লিসা হেডেন - লিসা ভারতের এক অন্যতম মডেল ও অভিনেত্রী। তিনি বিয়ে করেন ২০১৬-র অক্টোবর মাসে, তার প্রেগনেন্সির খবর পাওয়া যায় জানুয়ারিতে। তখন তার ডেলিভারির পাঁচ মাস বাকি। তার পুর সন্তান জন্মায় ১৭ ই মে। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি বিয়ের আগে থেকেই প্রেগনেন্ট ছিলেন।
২। কঙ্কনা সেন শর্মা - কঙ্কনা বিয়ে করেন ২০১০ এর ৩রা সেপ্টেম্বর, আর তার প্রথম সন্তান জন্মায় ২০১১ এর ১৫ ই মার্চ। তাহলে বেশ ভালো ভাবেই বোঝা যাচ্ছে তিনি বিয়ের আগে থেকেই প্রেগনেন্ট ছিলেন। অবশ্য ২০১৫ সালে তার বিয়ে ভেঙ্গেও যায়।
৩। সেলিনা জেটলি - তিনি ২০১১ তে জুলাই মাসে বিয়ে করেন পিটার হাগকে। ২০১২ সালে মার্চ মাসে তিনি যমজ পুত্র সন্তানের জন্ম দেন। তাই তার বিয়ে এবং গর্ভধারনের হিসেব মেলেনা।
৪। মহিমা চৌধুরী - তিনি ববি মুখার্জিকে খুব গোপন ভাবে ২০০৬ সালে বিয়ে করেন। বিয়ের কিছু দিনের মধ্যেই তার গর্ভবতী হওয়ার খবর জানাজানি হয়। আর খুব শীঘ্রই প্রথম সন্তানের জন্ম হয়।
৫। অমৃতা আরোড়া - তিনি ২০০৯ সালে বিয়ে করেন শাকিল লাদাককে। বিয়ের পর পরই তার প্রেগনেন্সির খবর বেশ অবাক করেছিল সকলকে। কিন্তু পড়ে জানা যায় তিনি বিয়ের আগে থেকেই প্রেগনেন্ট ছিলেন।
৬। শ্রীদেবী - তিনি হলেন বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি সকলের সামনে স্বীকার করেছিলেন যে তিনি বিয়ের আগেই গর্ভবতি ছিলেন। তার বিয়ের সময় তিনি সাত মাসের প্রেগনেন্ট ছিলেন।
৭। সরিকা - সারিকা কমল হাসানের দ্বিতীয় স্ত্রী। তিনি প্রথম স্ত্রী থাকা কালিন তার সাথে ডেট করেন। তারা লিভ ইনে থাকার সময় সরিকা প্রেগনেন্ট হয়। তারপর তাদের বিয়ে হয় এবং সন্তানের জন্ম হয়। সেই সন্তান হল শ্রুতি হাসান।
৮। নীনা গুপ্তা - নীনা ক্রিকেটার রিচার্ড এর সাথে সম্পর্কে ছিলেন এবং গর্ভবতী হন। তারা কখনো বিয়ে করেন নি। নীনা একাই তার বাবা মায়ের সাহাজ্যে তার সন্তানকে বড় করে তোলেন।
৯। বীনা মালিক - তিনি পাকিস্তানি অভিনেত্রী ও মডেল। তিনি বিয়ে করেন ২০১৩ এর ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সালের শুরুর দিকে তার সন্তান জন্মায়।
১০। অনুষ্কা শঙ্কর - বিখ্যাত সেতার শিল্পী রবি শঙ্করের মেয়ে ব্রিটিশ ভারতীয় সেতার শিল্পী এবং সুরকার অনুষ্কা শঙ্কর ২৬শে সেপ্টেম্বর ২০১০ সালে ব্রিটিশ পরিচালক জো রাইটের সাথে বিয়ে করেছিলেন। তাদের প্রথম ছেলে জুবিন শঙ্কর রাইট ২২শে ফেব্রুয়ারী ২০১১-এ জন্মগ্রহণ করেন।





Post a Comment