আবার লাগল আগুন, পুড়ে গেল প্রায় ২০টি বাড়ি

Odd বাংলা ডেস্ক: আগুন লেগে পুড়ে গেল প্রায় ২০টি বাড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎই একটি বাড়িতে আগুন লেগে যায়। এরপর সেই আগুন নিমেষের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে ততক্ষণে বাড়ি গুলির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার গুলি বাস্ট করতে থাকে। এরপরই আগুন আরও দ্রুতবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। এছাড়াও ঘটনাস্থলে এসে উপস্থিত হন, কাকদ্বীপ মহকুমার পুলিশ আধিকারিক অনিল কুমার রায় ও কাকদ্বীপ থানার আইসি সুদীপ সিংহ সহ পুলিশ বাহিনী। এই ঘটনায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিষয়ে কাকদ্বীপ থানার আইসি সুদীপ সিংহ জানান, পুলিশ প্রশাসন ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি গুলির বাসিন্দাদের স্থানীয় কোন স্কুলে থাকার ব্যবস্থা করা হবে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পেছনের দিকে প্রচুর ছোট ছোট বাড়ি ছিল। বাড়িগুলি ত্রিপল, বাঁশ ও হোগলা দিয়ে তৈরি করা হয়েছিল। যে কারণে বাড়িগুলি নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। তবে ঠিক কতগুলি বাড়ি পুড়ে গিয়েছে পুলিশ ও দমকল বিভাগ তা তদন্ত করে দেখছে। কিভাবে বাড়ি গুলিতে আগুন লাগল পুলিশ ও দমকল বিভাগ তাও তদন্ত করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.