রাস্তা যে বেহাল তাই হতে পারে ভোট-বয়কট

Odd বাংলা ডেস্ক: গ্রামে ঢোকার মুখ থেকে গ্রামের মধ্যে সমস্ত রাস্তা বেহাল. ভোট ঘোষণা হওয়ার পরই তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দেওয়াল লিখে ভোট বয়কটের ডাক দিল এলাকাবাসী।

রাস্তা সারাই না হলে এ বিধানসভা ভোটে ভোট দেবেন না একটিও গ্রামবাসী, জানাচ্ছেন পূর্বস্থলী দু নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের হরিশপুর গ্রামের গ্রামবাসীরা। 

গ্রামবাসীদের দাবি আট মাস আগে রাস্তা তৈরির জন্য জেলা ভেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে, নিমদহ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নিজের প্রভাব খাটিয়ে -ই -টেন্ডার পাস করায়নি, আর যার ফলে রাস্তাটি হয়নি. আর তাই রাস্তা তৈরি না হলে একটিও ভোট দেবেন না গ্রামবাসীরা এই দাবি তুলে দেয়াললিখন করেছেন তাঁরা। পাশাপাশি অঞ্চল সভাপতির আকবর আলী সেখের অপসারণ চেয়ে দেওয়াল লিখছেন গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.