করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সিঁদুরে মেঘ দেখছেন পরিযায়ী শ্রমিকরা, একে একে ফিরছেন ঘরে
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বকে এক অদ্ভূত পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছিল এক বৈশ্বিক বিপর্যয়, যার ভয়ে আজও কাঁপছে সারা দেশ। প্রতিদিনের কোভিড পরিসংখ্যান বাড়াচ্ছে আতঙ্ক। কারণ ফিরে আসছে করোনা সেই দুঃসহ স্মৃতি। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বাড়ির পথে পা বাড়িয়েছেন পরিযায়ী শ্রমিকরা।প্রাথমিকভাবে দেশে করোনার প্রথম ঢেউ রোখা সম্ভব হয়েছিল লকডাউন করে। পরিস্থিতি স্বাভাবিক করে দওয়ার পর ফের নতুন স্ট্রেনের দাপট শুরু হয় মাস দেড়েক আগে। দিন কয়েকের মধ্যেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। তারপর থেকে এক মাস ধরে প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
সারা দেশে করোনা সংক্রমণের তালিকায় প্রথমদিকে রয়েছে মহারাষ্ট্র। রবিবার মহারাষ্ট্র সরকার জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সপ্তাহান্তে শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজ্যে৷ সপ্তাহের বাকি দিনগুলিতেও মানতে হবে কড়া বিধিনিষেধ৷ পরিস্থিতি না বদলালে সেক্ষেত্রে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন পরিযায়ী শ্রমিকরা।
মহারাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকেই একে একে ঘরে ফিরতে শুরু করেছেন সেখানকার পরিযায়ী শ্রমিকরা। বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে যে সব শ্রমিক কাজের জন্য মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন করোনার প্রথম আঘাত সামলে নেওয়ার পর, সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা ঘরের পথে পা বাড়িয়েছেন।
মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, লকডাউন উঠে যাওয়ার পরে সমস্ত শ্রমিকরা যাঁরা মূলত রেস্তোরাঁ, কারখানা, নির্মাণ সংস্থায় কাজ করেন,তাঁরা কাজে ফিরেছিলেন। তাঁরা সকলেই একে একে পরিবার নিয়ে নিজেদের ঠিকানায় ফিরছেন। কেউ কেউ সাপ্তাহিক লকডাউন ঘোষণা হওয়ার পর প্রথম ট্রেনের অপেক্ষায় রয়েছেন।





Post a Comment