মাথার পাশে ফোন নিয়ে ঘুমোচ্ছেন? ধেয়ে আসছে বিপদ
Odd বাংলা ডেস্ক: ফোন এখন আমাদের অতি প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। সেটা ছাড়া যেন থাকতেই পারছি না আমরা। রাতে ঘুমোনোর সময় মাথার পাশে ফোন নিয়ে ঘুমোচ্ছি। কিন্তু আন্তর্জাতিক ক্যানসার রিসার্চ প্রতিষ্ঠান ICRA এক চমকে দেওয়া তথ্য দিয়েছে।
ICRA-র করা একটি গবেষণা বলছে যে ফোন থেকে নির্গত আলো ব্রেন টিউমারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। যা পড়ে ক্যানসারে পরিণতও হতে পারে। শুধু তাই নয় স্মার্ট ফোনের ম্যাগনেটিক ফিলস যৌন অক্ষমতাও ডে নিয়ে আসে।
ইজরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে যে ঘুমোনোর আধঘন্টা আগেই ফোন ব্যবহার বন্ধ করা উচিত। কারণ ফোন, কম্পিউটার বা টিভি থেকে নির্গত নীল আলো মানুষের ঘুমের হরমোন মোলাটোনিনের নিঃসরণ বন্ধ করে দেয়। ফলে ঘুমের ক্ষেত্রে বিঘ্নতা দেখা দেয়।





Post a Comment