গত ৬ মাসে রেকর্ড সংক্রমণ দেশে, একদিনে করোনা আক্রান্ত ৮৯,১২৯!
Odd বাংলা ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা।সেপ্টেম্বরের পর রেকর্ড সংক্রমণ দেশে।গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৯,১২৯।সুস্থ হয়েছেন ৪৪,২০৩ জন। এর ফলে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০।যার মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬,৫৮,৯০৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের।এর ফলে ভারতে করোনায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৬৪ হাজার ১১০। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অর্ধেক। যার ফলে বাড়ছে আশঙ্কা।
গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্র, পঞ্জাব, কেরল, চণ্ডীগড়ে পরিস্থিতি খারাপ। সেই তালিকায় পশ্চিমবঙ্গও সামিল হয়েছে। বেড়েছে সংক্রমণ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭,৮২৭ জন। শুধু মুম্বাইতেই আক্রান্ত হয়েছেন ৮,৬৪৮ জন। পুণেতে আংশিক লকডাউন জারি করেছে মহারাষ্ট্র সরকার। মোট আক্রান্তের প্রায় ৯০ শতাংশই মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লির।
তবে রাস্তাঘাটে বেরোলে দেখা মিলছে না কোনও কোভিড বিধির। অধিকাংশ ব্যক্তির মুখে নেই মাস্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পরিস্থিতি রীতিমতো খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরিস্থিতিতে ফের কড়া নির্দেশিকা জারি করতে পারে স্বাস্থ্যমন্ত্রক, এমনটাই মনে করা হচ্ছে।





Post a Comment