শুধু পেট খারাপ নয়, নখ খাওয়ার পরিণাম হতে পারে ভয়ানক


Odd বাংলা ডেস্ক: কিছু ভাবতে ভাবতে নখ কামড়ানোর অভ্যাস আছে? তাহলে আজই হতে হবে সাবধান। কারণ চিকিৎসকরা বলছেন নখ কামড়ানোর সাংঘাতিক পরিণাম হতে পারে। আমাদের বাবা-মায়েরা আমাদের বলে থাকেন নখ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে। নইলে শরীর খারাপ হতে পারে। কিন্তু আপনি এটা জানেন কি যে নখ খাওয়ার অভ্যাসের কারণে ভয়ানক কিছু রোগ হতে পারে। 

১. চর্মরোগ: নখ কামড়ানোর ফলে মুখমন্ডলের চর্মরোগ দেখা দিতে পারে। এমনকি নখের নিচে ব্যাকটিরিয়াল ইনফেকশন হয়ে পুঁজ পর্যন্ত জমতে পারে। 

২. পক্ষাঘাত : নখ চিবোনের সময় মাড়ির গোড়ায় লেগে সেপ্টিক দেখা দিতে পারে। যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: পুরুষরা লাল টুকটুকে ঠোঁট ফেরত পাবেন কীভাবে

৩. দাঁতের পঁচন: নখ চিবোনার সময় দাঁতের ওপরে থাকা পলিশ উঠে গিয়ে দাঁতের প্রভূত ক্ষতি হতে পারে। এমনকি দাঁতের পঁচন শুরু হয়ে সেই দাঁতকে একেবারে নষ্ট করে দিতেও পারে। 

৪. ক্যাভিডি বা অমসৃণ দাঁত: চিকিৎসকরা বলছেন যাঁরা নখ কামড়ান তারা মূলত একটি বা দুটি বিশেষ দাঁত ব্যবহার করেন এই কাজে। ফলে ওই দাঁতগুলিতে ক্যাভিডি তৈরি হতে পারে। বা দাঁতের নিম্নাংশ ক্ষয়ে অমসৃণ হয়ে যেতে পারে। 

৫. নখের সর্বনাশ: সবচেয়ে ক্ষতি হয় নখের। মুখের ব্যাকটিরিয়াগুলি নখের নিচের অংশে বাসা বাঁধে। আর তার ফলে নখের বিভিন্ন রোগ দেখা দেয়। 

৬. মাড়িতে ব্যথা: দাঁতের গোড়ায় আঘাত লাগার ফলে মাড়ির বাঁধন আলগা হয়ে যায়। যার ফলে দেয় ব্যথা। এমনকি পাইরিয়ার মতো সমস্যাও হতে পারে।  

৭. বদ হজম: কুঁচি নখ পেটে গিয়ে বদ হজমের সৃষ্টি করে। যার ফলে অম্বল, পাতলা পায়খানা হতে পারে। এমনকি নখের পরিমাণ বেশি হলে দীর্ঘ সময়ের জন্য শরীর খারাপ হতে পারে। 

তাই নখ কামড়ানোর অভ্যাস ত্যাগ করুন যত দ্রুত সম্ভব। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.