অলস বাঁদর, হাঁটতে নারাজ, তাই তৈরি করে ফেলেছে নিজের রোপওয়ে

Odd বাংলা ডেস্ক: ভিডিওটি দিন কয়েক আগে বন বিভাগের অধিকার্তা প্রবীন কুমার শেয়ার করেন তার টুইটার হ্যান্ডেল থেকে। ঘটনাটি হল হরিয়ানার পঞ্চকুলা এলাকার। এখানে বাঁদরের উৎপাতে এলাকার কোনও ফোনের তার আর গোটা থাকছে না। স্থানীয়রা মজা করে বলছে ওরা এতটাই অলস হয়ে গিয়েছে যে তার ছাড়া যাতায়াত করেনা। এমন কি লাফাইও না।

 

এদিকে মাঝে মাঝে ইলেকট্রিক শক খেয়ে বহু বাঁদর মারাও যাচ্ছে। তাই বনবিভাগ এই বিষয়ে চিন্তিত।  

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.