ছয় কোটি ৬০ লাখ বছর আগের ডিম উদ্ধার! কোন প্রাণীর জানেন?

Odd বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বিরল ডাইনোসরের ডিমের জীবাশ্ম। কলেজের ছাত্ররা প্রথমে সেগুলি দেখে স্থানীয় জাদুঘরে খবর দেয়। পরে জাদুঘর কর্তৃপক্ষ জীবাশ্মগুলি উদ্ধারের ব্যবস্থা করেন।

চীনের জিয়াংসি প্রদেশের পিংক্সিয়াং শহরের কাছে লাল কাদা মাটির মধ্যে অদ্ভুত পাথরের মতো কিছু জিনিস দেখে চার কলেজ ছাত্র। দেখেই তারা বুঝতে পারে এগুলি সাধারণ কোনো পাথর নয়। পরীক্ষার জন্য তারা স্থানীয় জাদুঘরে খবর দেন। 

স্থানীয় জাদুঘর, চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সে খবর দিলে তারা সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।

অজানা এই পাথরগুলি ৬ কোটি ৬০ লাখ বছর আগের ডাইনোসরের ডিমের জীবাশ্ম। এই ডিমগুলি ক্রিটাসিয়াস যুগের। যে যুগ আজ থেকে সাড়ে ১৪ কোটি বছর আগে শুরু হয়ে ৬ কোটি ৬০ লাখ বছর আগে শেষ হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.