করোনার চিকিৎসা করাতে PF থেকে লোন পাবেন আপনি

Odd বাংলা ডেস্ক: কোভিডের ঘটনাগুলি সারা ভারত জুড়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আরও বেশি লোক অত্যন্ত সংক্রামক করোনভাইরাস দ্বারা সংক্রমিত হতে শুরু করেছে, তাই এই মুহুর্তে, কোভিডের চিকিৎসার ব্যয় নিয়ে মানুষ উদ্বিগ্ন।

বেতনভুক্ত শ্রেণির জন্য স্বস্তি,  ‘প্রভিডেন্ট ফান্ড  অ্যাকাউন্ট থাকা কর্মীদের PF এর ওপর নির্ভর করে এবার লোন দেওয়া হবে । ইপিএফও দ্বারা নির্ধারিত নিয়ম অনুসারে, কর্মচারীরা চিকিৎসার জরুরি অবস্থা, নতুন বাড়ি নির্মাণ বা ক্রয়, বাড়ি সংস্কার, এবং বিবাহের উদ্দেশ্যে PF টাকা তুলতে পারেন বা তার ওপর নির্ভর করে লোন নিতে পারেন।

EPF থেকে লোন নিতে গেলে যে কাগজগুলি লাগবে 

কর্মচারীর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) থাকা দরকার।

সর্বদা মনে রাখবেন যে ইপিএফ প্রত্যাহার তহবিল তৃতীয় পক্ষের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে না।

পিতার নাম EPF এর সঙ্গে আধার কার্ডে মিলতে হবে 

কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ লাগবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.