পরকীয়া সন্দেহে প্রেমিকের গোপনাঙ্গ কেটে টয়লেটে ফ্ল্যাশ করে দিল প্রেমিকা

Odd বাংলা ডেস্ক: পরকীয়া সন্দেহের চরম পরিণতি। ঘটনাটি ঘটেছে তাইওয়ানের চাঙ্গুয়া প্রদেশে। হুয়াং নামের ওই ছেলেটি এই মুহূর্তে বিপদ মুক্ত বলেই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী তার প্রেমিকা ফাং তাকে বেশ কয়েকদিন ধরেই সন্দেহ করত। এরই মাঝে অন্তরঙ্গ হওয়ার লোভ দেখিয়ে তার প্রেমিকা তাকে একটি হোটেলে ডাকে। প্রেমিকার ফাঁদে পড়ে সে হোটেলে চলেও যায়। কিন্তু সেখানেই শারীরিক সঙ্গম হওয়ার পরে যখন প্রেমিক ঘুমিয়ে ছিল তখনই প্রেমিকা তার প্রেমিকের গোপনাঙ্গ কেটে নেয় বলে খবর। 

তবে এখানে খ্যান্ত হয়নি সেই প্রেমিকা। গোপনাঙ্গ কেটে নেওয়ার পর সেটা টয়লেটে ফ্ল্যাশ করে দেয় সে বলে খবর। যাতে আর জোড়া লাগানো না যায়। হোটেল কর্তৃপক্ষই পরে ছেলেটির চিৎকার শুনে তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের খবর যে হুয়াং এর পৌরুষত্ব নষ্ট হলেও তার মূত্র ত্যাগের ক্ষমতা হারিয়ে যায়নি। এবং তাঁর অন্ডকোষও অক্ষত অবস্থায় আছে।  প্রেমের সম্পর্কে হিংসা ও গোপনাঙ্গ কেটে নেওয়ার ঘটনা সম্প্রতি বেড়েই চলেছে। কয়েকদিন আগেই ফ্লোরিডার বাসিন্দা অ্যালেক্স বোনিলা তাঁর স্ত্রীর প্রেমিকের ওপর আচমকা হামলা করে আর তার গোপনাঙ্গ কেটে নেয়।  

সূত্র: ডেইলি মেইল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.