SBI এর বিরাট ঘোষণা, বাড়িতে বসে উপভোগ করুন ৮ সুবিধা

Odd বাংলা ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এতদিনতাদের ইন্টারনেট ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে  বেশ কিছু সুবিধা গ্রাহকদের দিত। যার মধ্যে ছিল অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, রেকরিং ডিপোজিট করা, ফিক্সড ডিপোজিট করা ইত্যাদি। কিন্তু এবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আরও কিছু বাড়তি সুবিধা দিচ্ছে। যার মধ্যে আছে ব্যালেন্স ট্রান্সফার করা, নতুন চেকবুকের জন্য আবেদন করার মতো বিষয়গুলি। এর ফলে গ্রাহকরা বাড়িতে বসেই ব্যাঙ্কিং সুবিধাগুলি উপভোগ করতে পারবে। 

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে অবগত করেছে।

 


আর ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করতে যেতে হবে না ব্রাঞ্চে 

একটা সময় স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে প্রথমে ইন্টারনেট ব্যাঙ্কিং -এর শুরুর আবেদন জানাতে হত। তারপর সেখান থেকে একটি কিট দেওয়ার পরেই চালু হত ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সুবিধা। কিন্তু এখন খুব সহজেই চালু করা যাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা। 

>>প্রথমে onlinesbi.com যান তারপর হোমপেজ থেকে SBI Net Banking অপশনটি বেছে নিন 

>>তারপর সিলেক্ট করুন  “New User Registration / Activation”

>>অ্যাকাউন্ট নম্বরটি দিন সঙ্গে CIF ব্রাঞ্চকোড, দেশের নাম ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে 

>>এবার একটি আপনার ফোনে আসবে। সেই OTP টা দিন। 

>>এবার ATM Card অপশনটি বেছেনিন, যদি আপনার কার্ড না থাকে তাহলে ব্যাঙ্ক আপনা থেকেই আপনার রেজিস্ট্রেশন সম্পুর্ন করে দেবে। 

>>এবার যে টেম্পুরারি ইউজার নেমটি আসবে সেটা একটা জায়গাতে লিখে রাখুন এবং নতুন লগইন পাসওয়ার্ড তৈরি করে নিন 

>>এবার সেই টেম্পুরারি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করুন 

>>এবার নিজের একটি পার্মানেন্ট ইউজার নেম তৈরি করুন, যা আপনি ভবিষ্যতে ব্যবহার করবেন। 

>>এবার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাক্সেপ্ট করে পদ্ধতিটি সম্পুর্ন করুন। 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.