করোনায় ভারতে একদিনে রেকর্ড মৃত্যু! প্রাণ হারালেন ১৭০০-রও বেশি মানুষ!


Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কাড়ল ১ হাজার ৭৬১ জনের। যা একদিনের নিরিখে রেকর্ড সংখ্যক। মৃত্যুর হারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ অত্যন্ত আতঙ্কের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

লাগামহীন করোনা সংক্রমণ। দিন প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের হার। ফের দৈনিক সংক্রমণ আড়াই লাখে উপরে। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৬১ জন।

করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরাও। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫৮২ জন। এই মারণ ভাইরাস দেশে প্রাণ কেড়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩১ হাজার ৯৭৭ জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.