বানর ভোজন! এ এক আজব রীতি!

Odd বাংলা ডেস্ক: থাইল্যান্ডের আজব উৎসব। যে উৎসবের প্রধান অতিথি হাজার হাজার বানর। উৎসবের নাম মানকি বুফে ফেস্টিভ্যাল। 

থাইল্যান্ডের লোপবুরি অঞ্চলের মানুষেরা বানর ভোজনের আয়োজন করে। প্রতি বছরই এই আয়োজনটি অত্যন্ত জাকজমকতার মধ্য দিয়ে পালিত হয়। নানা ধরনের ফল, শাক-সবজি এবং অন্যান্য খাবার দিয়ে মানকি বুফে সাজানো হয়। বড় বড় টেবিল ভর্তি করে রাখা হয় এসব খাবার। দুই হাজার বানর তিন দিন ধরে এসব হাজার হাজার কেজি খাবার খায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই অবাক করা দৃশ্য দেখতে থাইল্যান্ডে জড়ো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.