বিষধর সাপ মাথায় নিয়ে ভয়ঙ্কর নাচ! দেখা যায় ভারতেই

Odd বাংলা ডেস্ক: একটি ঝুড়ি ভর্তি বিষধর সাপ। আর সেই ঝুড়িটি মাথায় নিয়ে নাচছে একজন। দৃশ্যটি কল্পনা করাও বেশ ভয়ংকর বিষয়। মহারাষ্ট্রের কিছু মন্দিরে এমনই সাপ খেলার রীতি রয়েছে। সেখানকার জনগণ এমনই এক ভয়ংকর সংস্কৃতিই চর্চা করে। মঙ্গলকর নাগ পঞ্চমীর সময় সর্পদেবীকে ঠিক এভাবেই পূজা করা হয়। এসময় লোকজন মাথায় সাপ নিয়ে একত্রে মন্দিরের দিকে অগ্রসর হয়। এরপর মন্দিরে পৌঁছে সর্পদেবীকে স্মরণ করা হয়। সেইসঙ্গে জোরে জোরে প্রার্থনাও করে দেবীভক্তরা। নাগ পঞ্চমী উৎসব পালনে সবচেয়ে বিষধর কিছু সাপ ব্যবহৃত হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.