ভোট দিলেই ১০০০ টাকা, বিজেপির বিরুদ্ধে কুপন বিলির অভিযোগ
Odd বাংলা ডেস্ক: এবার ভোট দিলে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার এই নিয়ে উত্তজেনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের লালপুরে। অভিযোগ, সেখানে কুপন বিলি করছিলেন বিজেপি কর্মীরা। সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় সেখানে পৌঁছলে ক্ষোভ উগরে দেন তৃণমূল ও বাম কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বাম ও তৃণমূলের দাবি, লালপুরে ওই বুথে ভোট দিলে টাকা মিলবে বলে কুপন বিলি করছে বিজেপি। পরে ওই কুপন দেখালে ১০০০ টাকা মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই রকম কয়েকটি কুপন কান্তিবাবুকে দেখান তাঁরা।
এদিন কান্তিবাবু খবর পেয়ে বুথে পৌঁছতেই ছড়ায় উত্তেজনা। সেখানে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হন বাম ও তৃণমূল কর্মীরা। বিষয়টি কমিশনকে জানিয়েছেন রায়দিঘির সিপিএম প্রার্থী।





Post a Comment