কৃষ্ণা নদী সম্পর্কে এই তথ্যগুলি কি জানতেন?
Odd বাংলা ডেস্ক: কৃষ্ণা নদী জলের প্রবাহ এবং নদী অববাহিকা অঞ্চলের দিক থেকে ভারতের পঞ্চম বৃহত্তম নদী। মহাবলেশ্বরের নিকটবর্তী পশ্চিম ঘাটে প্রায় ১,৩০০ মিটার উচ্চতায় নদীর উৎপত্তিস্থল।
প্রধান উপনদীগুলি হল- ভেন্না নদী, কয়না নদী, দুধগঙ্গা নদী, ভীমা নদী, ঘাটপ্রভা নদী, মালাপ্রভা নদী, তুঙ্গভদ্র নদী, মুসি নদী এবং দিন্দী নদী। উত্তর কর্ণাটকের আলমতি বাঁধ, তেলেঙ্গানার শ্রীশাইলাম বাঁধ, অন্ধ্র প্রদেশের নাগর্জুনা সাগর বাঁধ এবং বিজয়ওয়াদার প্রকাশম ব্যারেজ কৃষ্ণা নদীর উপর নির্মিত কয়েকটি বিখ্যাত বাঁধ।কৃষ্ণা নদী অন্ধ্র প্রদেশের হামসালাদেবী গ্রামে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে।





Post a Comment