বিয়ের অনুষ্ঠানে জামাইয়ের গোপনাঙ্গ দেখতে না দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত অনেকে!

Odd বাংলা ডেস্ক: জামাইকান সংবাদ মাধ্যম 'Loop Jamaica' -তে প্রকাশিত খবর অনুযায়ী জামাইকার তাইনস উপজাতির বিয়ের ক্ষেত্রে এক বিশেষ নিয়ম মেনে চলা হয়। সেটা বিয়ের সময় হবু শ্বশুর বাড়ির লোকেরা হবু জামাইয়ের গোপনাঙ্গ দেখে থাকে। 

সেই সংবাদপত্রের খবর অনুযায়ীই জামাইকার ওই উপজাতির এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় আরেকটি উপজাতির ছেলের। ঘটনাক্রমে সেই অন্য উপজাতির ছেলেটি এই অদ্ভুত বিধিতে অংশগ্রহণে বাধা দেয়। সেই নিয়েই শুরু হয় ঝামেলা। খবর অনুয়ায়ী বিয়েবাড়িতে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারধর চলে। ঘটনায় বরসহ আরও ১৫জন আহত হয়েছে বলে খবর। ঘটনাটি জামাইকার মন্টেগু প্রদেশে ঘটেছে বলে খবর। 

সূত্র: লুপ জামাইকা 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.