রাত থেকে এই নিয়ে তিনবার, ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গে


Odd বাংলা ডেস্ক:
তৃতীয় দফার ভোটের দিন সকালে আবারও ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গে। সোমবার রাতেও আচমকাই কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। এই কম্পন সোমবার রাতের কম্পনের আফটার শক বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার সকাল ৭.০৭ মিনিটে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার সহ উত্তবঙ্গের বেশ কিছু এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে এবারের তীব্রতা ছিল ৪.১। কম্পনের উপকেন্দ্র ছিল জলপাইগুড়ি শহরের কাছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র।

মঙ্গলবার ভোরের দিকে অসমের তিনসুকিয়ায় ভূমিকম্প অনুভূত হয়ে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৭।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আজ ভোর ৪:৪২ মিনিটে তিনসুকিয়ায় মৃদু ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে রবিবার রাতের পর আবার সোমবার ভোরবেলায় কম্পন অনুভূত হওয়ার পর মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েন।

সোমবার রাতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক অংশে ভূমিকম্প অনুভূত হয়।রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.