রাত থেকে এই নিয়ে তিনবার, ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গে
মঙ্গলবার ভোরের দিকে অসমের তিনসুকিয়ায় ভূমিকম্প অনুভূত হয়ে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৭।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আজ ভোর ৪:৪২ মিনিটে তিনসুকিয়ায় মৃদু ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে রবিবার রাতের পর আবার সোমবার ভোরবেলায় কম্পন অনুভূত হওয়ার পর মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েন।
সোমবার রাতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক অংশে ভূমিকম্প অনুভূত হয়।রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও।





Post a Comment