৪ সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, সতর্ক করল রাশিয়ান বিশেষজ্ঞ
Odd বাংলা ডেস্ক: নাম প্যাভেল ফেলগেনহউর। পেশায় একজন সেনা বিশ্লেষক। রাশিয়ান এই বিশেষজ্ঞ সম্ভাবনা ব্যক্ত করেছেন যে আগামী ৪ সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইতিমধ্যেই রাশিয়া তার উত্তরাংশে সেনাবাহিনীকে সক্রিয় করেছে। ইউক্রেন ও ক্রিমিয়া দখলের এই সিদ্ধান্ত কার্যত গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে।
ইতিমধ্যেই কৃত্রিম উপগ্রহ থেকে তোলা একটি ছবি প্রমাণ করেছে যে রাশিয়ার বরনেজ, রস্তভ ও ক্রাস্নোদার এলাকাতে বিরাটকায় সেনাবাহিনী অবস্থান করছে। পশ্চিমী দেশগুলি এই বিষয়ে ইতিমধ্যে তাদের দুশ্চিন্তা ব্যাক্ত করেছে। এই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন করোনা আবহের মধ্যে পশ্চিমের দেশগুলি এমনইতেই এখন আর্থিক সমস্যায় আছে। তার মাঝে তারা এই যুদ্ধ আটকাতে তেমন কোনও পদক্ষেপ হয়তো নেবে না।
এদিকে আমেরিকা ইউক্রেনের পক্ষ নিয়েছে। যদি NATO বাহিনীও ইউক্রেনের পক্ষ নেয় তাহলেও এই যুদ্ধ রোখা যাবে না বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। ফলে আতঙ্কে এখন গোটা বিশ্ব। এক সাক্ষাৎকারে ফেলগেনহউর আরও বলেছেন যে সেনাবাহিনীর গোপন সূত্রে তিনি জানতে পেরেছেন যে ইউক্রেনের কমান্ডার ইন চিফ রুশলান খমচাখও এই যুদ্ধে আদতে রাজি।





Post a Comment