লকডাউনে বাড়ি থেকে বের হওয়ায় কঠোর দৈহিক শাস্তি, সহ্য করতে না পেরে মৃত্যু
ওই ব্যক্তির পরিবারের কথায়, গত বৃহস্পতিবার ড্যারেন মানায়োগ পেনারেদোন্দো নামে ক্যাভিটে প্রদেশের ওই বাসিন্দা জল কিনতে বের হয়েছিলেন। সেই প্রদেশে বর্তমানে কঠোর লকডাউন চলছে। এ অবস্থায় বাইরে বের হওয়ায় পুলিশ তাকে দৈহিক শাস্তি দিয়েছিল। পুলিশ তাঁকে ৩০০ বার স্কোয়াট করতে বাধ্য করে বলে জানা যায়।
আর শাস্তি পাওয়ার পরদিনই ড্যারেন বেশ অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়েছে। ট্রিয়াস শহরের পুলিশপ্রধান বলেন, কারফিউর আইন ভঙ্গকারী কাউকে কোনও দৈহিক শাস্তি দেওয়া হয় না। পুলিশ কর্মকর্তারা দোষীদের মৌখিকভাবে শুধু সতর্ক করে দেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কাউকে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে, এমন অভিযোগ কোনও কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।





Post a Comment