প্রকাশিত ফোর্বসের তালিকা, ধনীদের খাতায় নাম লেখালেন সেরাম ইন্সটিটিউটের মালিক
Odd বাংলা ডেস্ক: প্রকাশিত হল ফোর্বসের সেরা ধনীদের তালিকা। সেই তালিকাতে ভারতের ধনীতম ব্যক্তি গতবারের মতোই রয়েছেন মুকেশ আম্বানি। কিন্তু নতুন প্রবেশ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। খবর অনুযায়ী ভারতের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের মালিকই হলেন গৌতম আদানি। অন্যদিকে মুকেশ আম্বানি এক ঝটকায় তার থেকে অনেকটাই এগিয়ে। তাঁর সম্পত্তির পরিমাণ ৮৪.৫ বিলিয়ন ডলার। এক ঝলকে দেখে নেওয়া যাক এই সেরা দশের তালিকায় কারা কারা রয়েছেন।
মুকেশ আম্বানি
মোট সম্পত্তি: ৮৪.৫ বিলিয়ন ডলার
করোনা আবহের মধ্যে মুকেশ আম্বানি ঘরে তুলেছেন ৩৫ বিলিয়ন ডলার। পাশাপাশি জিওর একটা বড় অংশ তিনি ফেসবুক ও গুগলকে বিক্রি করেছেন। ফলে রিলায়েন্স এখন ঋণ মুক্ত।
গৌতম আদানি
মোট সম্পত্তি: ৫০.৫ বিলিয়ন ডলার
মূলত রিয়ালটি ব্যবসায় থাকা গৌতম আদানি এখন মুম্বই এয়ারপোর্টের 74% শেয়ারের মালিক। পাশাপাশি নিজের ব্যবসায় তিনি পুনর্নবিকরনযোগ্য শক্তি মূলক কনসার্ন শুরু ভাল লাভ কুড়িয়েছেন।
শিব নাদার
মোট সম্পত্তি: ৯.৯ বিলিয়ড ডলার
HCL টেকনলজির মালিক গত মাসেই অবসর গ্রহণ করে তার কোম্পানি তাঁর মেয়ে রোশনি নাদার মালহোত্রার হাতে তুলে দিয়েছেন। তিনি এই তালিকায় তৃতীয় আছেন।
এছাড়াও এই তালিকাতে রয়েছেন
উদয় কোটাক
কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের মালিক
সম্পত্তি- ১৫.৯ বিলিয়ন ডলার
লক্ষী মিত্তল
মিত্তল স্টিলের মালিক
মোট সম্পত্তি ১৪.৯ বিলিয়ন
কুমার বিড়লা
সম্পত্তি: ১২.৪ বিলিয়ন ডলার
তবে সবচেয়ে উল্লেখ যোগ্য হল সেরা দশের তালিকায় ভ্যাকসিন প্রস্তুতকারক সেরাম ইন্সটিটিউটের মালিক সাইরাস পুনাওয়ালার প্রবেশ। করোনা আবহে জীবনদায়ী ভ্যাকসিন তৈরি করে এবং তা রপ্তানি করে এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ ১২.৭ বিলিয়ন ডলার। এছাড়াও করোনা ভাইরাসের কল্যাণেই ১৯ তম স্থানে জায়গা করে নিয়েছেন অ্যাপোলো হাসপাতালের মালিক প্রতাপ রেড্ডি। আর সেই সঙ্গে ডঃ লালস প্যাথল্যাবের মালিক অরবিন্দ লাল।







Post a Comment