করোনার টিকা নিলে মহিলারা পাবেন সোনার গয়না আর পুরুষরা পাবেন ব্লেন্ডার, কোথায়?


Odd বাংলা ডেস্ক: দেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। কিন্তু করোনাকে রুখতে বাড়ছে না সচেতনতার মাত্রা। তার মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট, এছাড়াও অন্যান্য রাজ্যেও চলছে ভোট। আর এই পরিস্থিতিতে করোনার টিকা নিতে আগ্রহী নন অনেকে। টিকা প্রয়োগের পরবর্তী ফলাফল কী হতে পারে, তা নিয়ে শঙ্কিত অনেকে।

সাধারণ মানুষ যাতে টিকা নিতে আসেন, সেজন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়ের ব্যক্তিরা। গুজরাটের রাজকোটে খোলা হয়েছে করোনা টিকাদান কেন্দ্র। আর এখানে যারাই টিকা নিতে আসছেন, তাদের প্রত্যেককে কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছে। মহিলাদের দেওয়া হচ্ছে সোনার নাকছাবি। আর পুরুষদের দেওয়া হচ্ছে ব্লেন্ডার। 

এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.